শেষ পর্যন্ত জানাজায় অংশ নিলেন না গ্রামবাসী!

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি বিক্রি নিয়ে ঝামেলা সৃষ্টি করায় মৃত এক বৃদ্ধের জানাজায় শেষ পর্যন্ত অংশ নেয়নি গ্রামবাসী। শুক্রবার মুর্শিদ উদ্দিন (৭৫) নামের ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেও কেউ তার জানাজায় অংশ না নেয়ায় শেষ পর্যন্ত শনিবার ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। কাটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।


শেষ পর্যন্ত জানাজায় অংশ নিলেন না গ্রামবাসী!

শেষ পর্যন্ত জানাজায় অংশ নিলেন না গ্রামবাসী

কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি বিক্রি নিয়ে ঝামেলা সৃষ্টি করায় মৃত এক বৃদ্ধের জানাজায় শেষ পর্যন্ত অংশ নেয়নি গ্রামবাসী। 


শুক্রবার মুর্শিদ উদ্দিন (৭৫) নামের ওই ব্যক্তি মৃত্যুবরণ করলেও কেউ তার জানাজায় অংশ না নেয়ায় শেষ পর্যন্ত শনিবার ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।

কাটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

বিষয়টি নিয়ে চান্দপুর ইউনিয়ন পরিষদের চারিয়া ওয়ার্ডের সদস্য মো. জিয়াউর রহমান মল্লিক জানান, শুক্রবার বিকেলে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করেন মুর্শিদ উদ্দিন।
এরপর মৃতদেহ বাড়িতে এনে বাদ এশা জানাজার সময় নির্ধারণ করে মাইকিং করা হলেও গ্রামের মানুষ জানাজায় অংশ নেয়নি। এজন্য ওই সময়ে মরদেহটি দাফন করা হয়নি।

এলাকাবাসী কেন তার জানাজায় অংশগ্রহণ করেনি এ বিষয়ে তিনি জানান, ২০ বছর আগে মুর্শিদ উদ্দিনের থেকে ১৪ শতাংশ জমি ক্রয় করেন প্রতিবেশী মো. সাইদুর রহমান।

 মুর্শিদ উদ্দিন জমি বিক্রি করে টাকা নিলেও তখন তাকে দলিল দেননি। পরবর্তীতে মেয়ে জেসমিন আক্তারের নামে ওই সম্পত্তি লিখে দেন। 


জেসমিন তার বাবার বিক্রি করা জমির দলিল না দিয়ে সাইদুর রহমানসহ চারজনের নামে ডাকাতির মামলা করেন।

এছাড়া জেসমিনের স্বামী প্রভাব খাটিয়ে গ্রামবাসীকে নানাভাবে হয়রানিও করেছেন বলে অভিযোগ রয়েছে। এসব কারণে এলাকাবাসী তার জানাজায় অংশ নেয়নি বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরবর্তীতে শনিবার দুপুরে চান্দপুর ইউপি চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান রুহুল আমিন খোকন, ইউপি সদস্য জিয়াউর রহমান মল্লিক ও কটিয়াদী পৌর কাউন্সিলর মো. জয়নাল আবেদিন আগামী ১৫ দিনের মধ্যে জমির দলিল করে দেয়ার আশ্বাস দেন।

তবে এতেও কেউ মুর্শিদ উদ্দিনের জানাজায় যায়নি। পরবর্তীতে ১৪-১৫ জন লোক নিয়ে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়।
Labels:

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget