সেলফি তোলার কিছু টিপস(ভিডিও)!

How to pose for a selfie Learning how to pose for a selfie will make a much bigger difference in how you look in the photo than any camera app will. A search for selfie on Instagram yields over 122 million photos. However, sometimes it can be difficult to take a flattering photo of yourself while also holding the camera. Here are some “selfie” posing tips, along with suggestions for how to hold your camera or phone camera. Ditch the Face, and Let the Feet Do the Talking Crop In Tight The “Rule of Thirds” Selfie Show Yourself in Water The Two-Handed Selfie Selfie of the Selfie selfie poses,selfie poses ideas,selfie poses with friends,selfie poses for guys,selfie poses for girl,selfie poses names,best selfie poses for guys,poses for photos,selfie photo,how to take a selfie in the mirror how to take a good selfie guys,selfie poses with friends,selfie poses for guys,stylish pose for girl,selfie poses names,how to take a good selfie with iphone,good poses for instagram,photo click style for girl,cute selfie poses for instagram,sparrow face selfie,how to take pictures like a model by yourself,how to take a selfie wikihow

selfie poses,selfie poses ideas,selfie poses with friends,selfie poses for guys,selfie poses for girl,selfie poses names,best selfie poses for guys,poses for photos,selfie photo,how to take a selfie in the mirror  how to take a good selfie guys,selfie poses with friends,selfie poses for guys,stylish pose for girl,selfie poses names,how to take a good selfie with iphone,good poses for instagram,photo click style for girl,cute selfie poses for instagram,sparrow face selfie,how to take pictures like a model by yourself,how to take a selfie wikihow

selfie poses

সেলফি তোলার কিছু টিপস!

সেলফি ক্ষতিকর না উপকারী, এই বিষয়ে যথেষ্ট গবেষণা চলছে। কিছুদিন পরপরই সেলফি তুলতে গিয়ে মৃত্যুর খবর আসছে। এমনকি দিনে তিনটির বেশি সেলফি তোলা ব্যক্তিরা মানসিক সমস্যার শিকার বলেও জানিয়েছেন মার্কিন মনোবিদরা।
তারপরও সেলফি কিন্তু থেমে নেই। এই নেশা থেকে বেরিয়ে আসার কোনো পরিকল্পনা কারো রয়েছে বলে মনে হয় না। তাই ভালো সেলফি কী করে তোলা যায় তার কিছু টিপস তুলে ধরা হল।
১. কম আলোতে ছবি নষ্টের অন্যতম কারণ হলো হাত কেঁপে যাওয়া। এতে ছবি ঘোলাটে হয়ে যায়। এর জন্য এমন হেডফোন কিনুন যাতে ছবি তোলার অপশন থাকে। 
সাধারণত হেডফোনের ভলিউম বোতাম চেপে এ কাজটি করা যায়। কাজেই ফোনটি শুধু স্থিরভাবে ধরে রাখতে হবে।
২.মাইক্রোফাইবার কাপড় বা তুলা দিয়ে ক্যামেরার লেন্স পরিষ্কার করে নিন। ধুলোবালির ক্ষুদ্র কণাগুলো মুছে ফেলুন। 
এগুলো ছবি ঘোলাটে করে দেয়। আসলে স্মার্টফোনের ক্যামেরায় ছবি তোলার আগে এই কাজটি কেউ করেন না। ফলে ছবি ঘোলাটে আসে।
selfie poses,selfie poses ideas,selfie poses with friends,selfie poses for guys,selfie poses for girl,selfie poses names,best selfie poses for guys,poses for photos,selfie photo,how to take a selfie in the mirror  how to take a good selfie guys,selfie poses with friends,selfie poses for guys,stylish pose for girl,selfie poses names,how to take a good selfie with iphone,good poses for instagram,photo click style for girl,cute selfie poses for instagram,sparrow face selfie,how to take pictures like a model by yourself,how to take a selfie wikihow

৩. রাতে যে আলো পাচ্ছেন তাকে কাজে লাগাতে পারলে আর ফ্ল্যাশ হয়তো লাগবে না। বরং রাতে আলো-আঁধারিকে কাজে লাগিয়ে অনবদ্য ছবি তোলা সম্ভব।
 আর যদি আলোর খুব বেশি স্বল্পতা থাকে, তবে ফ্ল্যাশ তো রয়েছেই। এ সময় যে জিনিসের ছবি তুলবেন তার থেকে খুব বেশি দূরে দাঁড়াবেন না।
৪.ক্যামেরার গ্রিড অপশনের সুবিধা নিন। গ্রিড আপনার ফ্রেমের ছবিটিকে লম্ব এবং সমান্তরালভাবে ৯টি ভাগে ভাগ করে নেয়। এখানে ফটোগ্রাফির কার্যকর নিয়মটিকে কাজে লাগান। ছবির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশকে রাখুন তিন নম্বর পয়ন্টে।
৫. আসলে সবাই দ্রুত ছবি তুলতে অটো মোড দিয়ে রাখেন। কিন্তু ফোকাস করতে বা হোয়াইট ব্যালেন্স ঠিক করতে ম্যানুয়াল অপশন কাজে লাগান। এর জন্য ক্যামেরার সেটিংস-এর ব্যবহার জানতে হবে। এডিট অপশনের কাজ শিখে ফেলুন। এসব এডিট অপশন নিয়ে পরীক্ষা চালাতে থাকুন।
৬.আসলে ক্যামেরা তার লেন্সে যা দেখে সেটাই ছবিতে তুলে আনে। কম আলোতে ল্যান্ডস্কেপ ছবি তুলতে চাইলে এইচডিআর টেকনোলজির ব্যবহার করতে হবে।

Post a Comment

[blogger]

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget